মরাবাড়ির নাম শুনলেই ভয়ে আঁৎকে ওঠে সবাই। রাতেরবেলা এ বাড়ির আশপাশে যাওয়ারও সাহস হয় না কারো। কিন্তু মরাবাড়িকে ঘিরে এতো আতঙ্ক কেন? কী আছে এ বাড়িতে? হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় মরাবাড়ির কেয়ারটেকার। তার নিখোঁজ-রহস্য উদঘাটন করতে মরাবাড়িতে আসে রাজিন। দাদা তাকে বলেন রাতে যেন কোনোভাবেই জানালা খোলা না রাখে। দাদার কথা অমান্য করে জানালা খোলা রাখে রাজিন। গভীররাতে সে কারো ফোঁপানোর শব্দ শুনে তাকিয়ে দেখে কে যেন দাঁড়িয়ে আছে জানালার বাইরে। সাদা কাপড়ে মুখ ঢাকা। আরেক রাতে একা একা জানালা বন্ধ করতে যায় রাজিনের বন্ধু ইভান। এসময় সে দেখতে পায় দূরে কে যেন দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরে। হঠাৎ লম্বা একটি হাত এসে চেপে ধরে তার গলা। তারপর…