ফ্ল্যাপ
বাংলার ইতিহাস লিখতে হলে সোনারগাঁওয়ের কথা আসবেই। প্রায় তিনশত বৎসর সোনরগাঁও বাংলার রাজধানী ছিল(১৩০০ খৃষ্টাব্দ হতে ১৬১০ খৃষ্টাব্দ) কখনো পূর্নাঙ্গ রাজধানী কখনোবা প্রাদেশিক রাজধানী হিসেবে সোনারগাঁও বাংলার ইতিহাসে ঠাঁই পেয়েছে । এখন সেই ইতিহাসের কিছু নেই। টিকে আছে কিছু মসজিদ, সমাধি, দিঘি, সমাধি, প্রাচীন ঘাট, জরাজীর্ন কিছু ভবন, পাথরের কিছু লিপি, মন্দির এবং রাজপথ। সোনারগাঁওয়ের ইতিহাস নিয়ে লেখা হয়েছে প্রচুর। সোনারগাঁও বিষয়ক ছোটদের তেমন বই নেই। সোনারগাঁও ভ্রমনের ফাঁকে ফাঁকে ছোটদের জন্যে ইতিহাসের কিছু টুকিটাকি ঘটনা তুলে আনা হয়েছে “ঘুরে এলাম সোনারগাঁও” গ্রন্থে। সহজ সাধারন ভাষায় শিশু কিশোরপোযোগি বইটি লিখেছেন শামসুদ্দোহা চৌধুরী। শামসুদ্দোহা চৌধুরীরর জন্ম সোনারগাঁওয়ের মোগরাপাড়ায়। জন্ম ১৮ই মার্চ ১৯৫৫ সাল। ব্যক্তিগত জীবনে ছিলেন ব্যাংকার। বর্তমানে অবসর জীবন যাপন করছেন। দু সন্তানের জনক। পেয়েছেন পরিবেশ সাংবাদিকতা পুরস্কার, কয়েকটি সাংস্কৃতিক সংঘটনও তাকে বিভিন্ন সময়ে সন্মাননা প্রদান করেছে।