“গণতন্ত্রের অমসৃণ পথ” বইয়ের ফ্ল্যাপের লেখা:
গণতন্ত্রের কথা সবাই বলে, মনে হয় সবাই চায়ও। কিন্তু সত্যি সত্যি চায় কি? না, দেশের শাসক শ্রেণী চায় না; তবে সাধারণ মানুষ চায় । ফলে দুই পক্ষে দ্বন্দ্ব বাঁধে। মুস্কিলটা এখানেই । শাসক শ্রেণী যে গণতন্ত্রের কথা বলে সেটা হলাে ভােটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলের । অন্যদিকে সাধারণ মানুষের জন্য গণতন্ত্র হলাে মুক্তির পথ । স্পষ্ট করে না হলেও তারা বােঝে গণতন্ত্রের জন্য প্রয়ােজন অধিকার ও সুযােগের সাম্য । আসলে তাদের ঈঙ্গিত ব্যবস্থাটাই হচ্ছে প্রকৃত গণতন্ত্র । শাসক শ্রেণী বিশ্বাস করে পুঁজিবাদে, তাদের লক্ষ্য হলাে পুঁজিবাদী ব্যবস্থাটাকে টিকিয়ে রাখা। গণতন্ত্রের পথকে তাই তারা নানা ধরনের প্রতিরােধ, বিভ্রান্তি ও নিষ্পেষণের মধ্য দিয়ে অমসৃণ করে রাখতে চায় । সাধারণ মানুষের চেষ্টা বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়া। এ বইতে অমসৃণতার কিছু ক্ষেত্র ও দৃষ্টান্ত নিয়ে আলােচনা করা হয়েছে। সেই সাথে এসেছে মানুষের মুক্তির জন্য আন্দোলনের কথাটাও । লেখকের উপস্থাপনা হৃদয়গ্রাহী, ভাষা সর্বদাই প্রবহমান। তিনি অঙ্গীকার নিয়ে লিখেছেন, তাঁর লেখায় তত্ত্ব আছে, কিন্তু তত্ত্বের গুরুভার নেই । পরিচিত ঘটনা ও অভিজ্ঞতায় তাঁর লেখা নতুন হয়ে উঠেছে।