“অ্যানিমেশনে পদার্থবিজ্ঞান” বইয়ের ফ্ল্যাপের লেখা:
শিল্প ও বিজ্ঞানের এক অপূর্ব সমন্বয়ে তৈরী হয় থ্রিডি অ্যানিমেশন বাস্তব সম্মত থ্রিডি অ্যানিমেশনের কাজ করতে হলে পদার্থ বিজ্ঞানের মৌলিক বিষয়ের জ্ঞান থাকা জরুরী। আমাদের দেশে থ্রিডি মডেলিং, টেকচারিং, আর্কিটেকচারাল কাজের মান ভালাে হলেও অ্যানিমেশনের কাজে আমরা পিছিয়ে আছি। এর কারণ এই সেক্টরে প্রফেশনালদের অনেকেই বিজ্ঞানের ছাত্র নন। থ্রিডি তৈরী করার সফটওয়্যার গুলােতে পদার্থ বিজ্ঞানের সাথে যুক্ত অনেক অপসন রয়েছে। এ বিষয়ে পরিস্কার ধারণা না থাকলে সিমুলেশন অ্যানিমেশন ও বাস্তব জগতের গতিশীলতা সফটওয়্যারের ভাচুয়াল জগতে তৈরী করা প্রায় অসম্ভব। এই বইয়ে পদার্থ বিজ্ঞানের মৌলিক সূত্র এবং বিষয়বস্তু যা অ্যানিমেশনের কাজে প্রয়ােজন হয় সেসব সহজভাবে উপস্থাপন করা হয়েছে। বিজ্ঞানের ছাত্র না হয়েও যে কেউ বিষয়গুলাে বুঝে নিয়ে সঠিক অ্যানিমেশন তৈরী করতে পারবেন। এই বইটি আগ্রহী অ্যানিমেটরদের সামনে বিশ্বমানের অ্যানিমেশন কাজের পথ উন্মুক্ত করবে।