গোলাম মুরশিদ অধ্যয়ন ও গবেষণা করেছেন নানা বিষয়ে এবং দেশে-বিদেশে। কর্ম-জীবন এবং অবসর-জীবনও অতিবাহিত করেছেন কখনো স্বদেশে, কখনো বিদেশে। এভাবে তাঁর জীবনে তিনি বিভিন্নজনের সান্নিধ্যে এসেছেন, যাঁরা কোনো না কোনোভাবে যুক্ত মননশীলতার সঙ্গে এবং যাঁরা অনেকেই সুপরিচিত আপন-আপন ক্ষেত্রে। এঁদের অনেকেই শিক্ষাবিদ। কেউ সাহিত্যিক, কেউ ঐতিহাসিক, কেউ বা সমাজসেবী। এঁদের মধ্যে অন্তত তিনজন অবাঙালি-যাঁরা বাংলা ভাষা শেখেন এই ভাষা এবং এই দেশের প্রতি আকৃষ্ট হয়ে। অতঃপর এঁরা বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা করেন, এই ভাষা ও সাহিত্যের অধ্যাপনা-সূত্রে বঙ্গ ও বাঙালির কথা প্রচার করেন বৃহত্তর ক্ষেত্রে এবং বঙ্গীয় ইতিহাস নিয়ে গবেষণা করেন। বিদেশী হলেও তাঁদের গবেষণা এবং অধ্যাপনা বাংলা ভাষা, সাহিত্য এবং ইতিহাস সম্পর্কে বাঙালিদের অন্তর্দৃষ্টিকে শাণিত এবং জ্ঞানের সীমানাকে প্রসারিত করতে সহায়তা করেছে। এককালে বাঙালিদের দুর্নাম ছিলো ঘরকুনো বলে। এখন বাঙালিরা ছড়িয়ে পড়েছেন পৃথিবীর নানা প্রান্তে। এই বইয়ের জীবন-নকশাগুলো সেই আন্তর্জাতিক বাঙালি সমাজকে দৃশ্যগোচর করায়। সেই সঙ্গে এই বই থেকে দেখা যায় বহু বিখ্যাত ব্যক্তির মুখচ্ছবি।