রােদ ও ছায়ার সংযােগস্থানকে ধূপছায়া বলে। প্রাপ্তি। -অপ্রাপ্তির জীবনে অধিকাংশ মানুষই সমন্বয়বাদী। মানব জীবনের চাওয়া-পাওয়া, আনন্দ-দুঃখ,আলােআঁধারকে ঘিরে আবর্তিত হতে থাকে সমন্বয় সাধন। ভালাে থাকার নিমিত্তে আমরা নিরাপদ অবস্থান নিতে মােটেও ভুল করিনা। ধূপছায়ায় তাদের কথাই বলা আছে। আমার লেখায় মাঝেমাঝে নিজেরও মনের অব্যক্ত গহীনের কথা বের হয়ে আসে, যেখানে থাকে। কিছু স্মৃতি, আনন্দ অথবা দীর্ঘশ্বাসের ফিসফিসানি। যা কাউকে বলা যায়না, হয়তাে বলা হয়না,কলমের কালি হয়ে তা খাতায় তরজমা হয়। আর এ-কারণেই আমি লেখি। যা মুখে বললে অনেকের মুখ কালাে হয়ে যায়। নেহায়েতই মনের ক্ষুধা নিবারণের আশায়, আমার এই লেখালেখি। সুন্দর প্রচ্ছদ মােড়ানাে বই, যেমন আমার কথা বলে , তেমনি মাঝে মাঝে তা আপনাদেরও কথা হয়ে যায়। আমার কথা যখন আপনার কথা হয়, তখনই তা সমাজের কথা হয়ে উঠে। ধূপছায়া’র শব্দজালে পাঠক আমাদের সমাজের সেই রূঢ়-বাস্তব কথাগুলােকেই খুঁজে পাবেন।