‘ঢাকায় মুক্তিযুদ্ধের দিনগুলো’ বইয়ের ফ্ল্যাপের লেখা কথা
একাত্তরের ঢাকা ন’মাসের সে ঢাকা কারো চোখে অবরুদ্ধ ঢাকা, কারো বিচারে বন্দি শিবির সত্যিই ভয়, ত্রাস, চাপা আতঙ্ক ও সন্ত্রাসের এক শ্বাস রুদ্ধকর পরিবেশ তৈরি করেছিল। এ পরিবেশ ছিল পাকসেনাদের চাপিয়ে দেওয়া। সময়টা ছিল প্রতিদিন প্রাণ হাতে নিয়ে চলার। রাতগুলো অতীব অনিশ্চয়তার। দিনগুলো শঙ্কার। অতিশয়োক্তি নয়, বিষয়টা অনুভূতির। বিদেশি সাংবাদিকের বয়ানে সংবাদপত্র বা সাময়িকীর শব্দচিত্রে প্রমাণ মিলবে পূর্ববঙ্গ বিশেষ করে শহর ঢাকা ঐ সময় কী অবস্থার মধ্য দিয়ে দিন যাপন করেছে। সে ইতিহাসের আলেখ্য ব্যক্তিক অভিজ্ঞতার (দেখা, শোনা ও জানার) সীমাবদ্ধ রূপরেখায় তুলে ধরা হয়েছে সীমিত আয়তনের রচনা ঢাকায় মুক্তিযুদ্ধের দিনগুলো – তে। একান্তই ব্যক্তি-অভিজ্ঞতা-ভিত্তিক বলে এ বইতে একাত্তরের সাধারণ ইতিহাস খুব একটা টেনে এনে বইয়ের আয়তন বৃদ্ধি করা হয়নি। সেটা প্রথাসিদ্ধ ইতিহাস রচনার জন্য তুলে রাখা হয়েছে। এ রচনাতে ছোটোখাটো ও একান্ত ব্যক্তিগত কিছু ঘটনাও বাদ দেওয়া হয়েছে। এ রচনা মুলত ইতিহাস বলেই ব্যক্তি অভিজ্ঞতা-ভিত্তিক হওয়া সত্ত্বেও ইতিহাসের সত্য ধারণ ও প্রকাশ করেছে, রাজনৈতিক বিচারে তা যে দিকেই যাক না কেন। কিছু ঘটনা ইতিহাসের পক্ষে দাঁড়িয়েছে অনেকটা নিয়তির মতো। ব্যক্তি ও ঘটনা দুই-ই এক্ষেত্রে অবশেষে পরিণতির নিয়ন্ত্রক।