এই সময়ে বাংলা ছােটগল্পের ভুবনে যেসব তরুণ প্রতিভা দ্রুততার সঙ্গে আগাইতেছে গল্পকার আল নাহিয়ান তাদের সম্মুখসারির একজন । ইতিমধ্যে তার প্রকাশিত গল্পের বইগুলা পাঠক নন্দিত হইছে। এরই ধারাবাহিকতায় এইবারের মেলায় আসতেছে তার নতুন গল্প সংকলন ‘পৌষের পঞ্চম দিবস । এই বইয়ে তার পাঁচটা অল্প এক সঙ্গে মলাটবদ্ধ হইছে। আমি এই বইয়ের প্রায় সবগুলা গল্পই মন দিয়া পড়ছি । আল নাহিয়ান এর গল্পের সঙ্গে যাদের পরিচয় আছে তারা ওর ভাষার রসবােধের খবর জানেন । রসের মাধ্যমে গল্প পরিবেশনে যথেষ্ট দক্ষতা আছে তার হাতে। পাঠককে মজাবার বাড়তি একটা ম্যাজিকও আছে সেই হাতে। এই বইয়ের ‘ঘােষবাড়ির সুলেখা’ ‘শব্দ নৈঃশব্দ’ আর ‘উড়াল’ গল্পগুলা সেই সাক্ষ্যই দেয়। আমি গল্পগুলা দারুণ মজা নিয়া পড়ছি। হাস্যরস আর চমক গল্পগুলাতে প্রায় হাত ধরাধরি করে পথ হাঁটছে ।