“তাজউদ্দীন আহমদের রাজনৈতিক জীবন” বইয়ের ফ্ল্যাপের লেখা:
তাজউদ্দীন আহমদের রাজনৈতিক কাজ ও ভূমিকা সম্পর্কে বেশ কিছু আলােচনা ইতিমধ্যেই হয়েছে, আরও আলােচনা প্রয়ােজন রয়েছে। এই বইয়ে সংক্ষিপ্ত পরিসরে কিভাবে তিনি তাঁর রাজনৈতিক ভূমিকার জন্য নিজেকে প্রস্তুত করেছেন, কেন তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত হলেন, এবং কোন প্রেরণায় দক্ষিণপন্থী না হয়ে তুলনামূলকভাবে বামপন্থী ধারায় রইলেন, এসবের ব্যাখ্যার চেষ্টা আছে । তাজউদ্দীন আহমদকে জানতে ও বুঝতে বইটি সহায়ক হবে । বইটির লেখকের বিশ্লেষণ সর্বত্র তথ্যনির্ভর, কিন্তু তথ্যের দ্বারা ভারাক্রান্ত নয়। মন্তব্য যা আছে তা যুক্তিসমর্থিত । বইটির রচনারীতিতে এমন একটি প্রবহমানতা রয়েছে যা পাঠকের কৌতূহল ও আগ্রহকে সজীব রাখবে এবং একটানা পড়ে যেতে উৎসাহী করবে । সবটা পড়ে পাঠকের আনন্দ লাভ ঘটবে ।