“অনাদরে ফোটা বুনোফুল” বইয়ের ফ্যাপের লেখা:
সৌন্দর্য চেতনায় মানুষ প্রকৃতির রূপ দেখে। প্রকৃতির ঝরঝরে স্নিগ্ধ পরিবেশে মন প্রাণ জুড়িয়ে যায়। প্রকৃতির মমতায় সাজানাে অজস্র বুনােফুল সৌন্দর্য বিলিয়ে যায়। বসন্তে বুনােফুলেরা ফিরে পায় প্রাণ চাঞ্চল্য। অযত্নে ফোটা ফুল দেশের আনাচে-কানাচে মাথা নাচিয়ে স্বাগত জানায়। অনাদরে ফোটা বুনােফুলগুলাে প্রত্যেকের আলাদা বৈশিষ্ট্য নিয়ে আমাদের মন কাড়তে চায়। মন ভােলানাে রূপে বিমুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকি। শুধু সৌন্দর্য বিলিয়ে নয়, ঔষধি গুণও রয়েছে প্রতিটি উদ্ভিদের। বুনােফুলের পাশাপাশি ওষধি গুণও উল্লেখ করা হয়েছে। অনেক রােগের আরােগ্য এনে দেয় বুনাে উদ্ভিদ। উদ্ভিদের হাসি ফুলে। বাগানে যত্নে বেড়ে উঠা ফুল আমরা চিনি। অবহেলায় বেড়ে উঠা বনেজঙ্গলে, অনাবাদি ও পতিত জমিতে বুনােফুল যে অপরূপ সৌন্দর্য ছড়ায় তা মানুষের মনকে বিমােহিত করে। এখানেও বাগানের চেয়ে সৌন্দর্যের কমতি নেই। যাকে আমরা আগাছা মনে করি, সেটিও কোথাও না কোথাও জরুরি কাজে লাগে। অচাষকৃত অনেক উদ্ভিদের গুণাগুণ সম্পর্কে কৃষকের ধারণা কম। উপকারী উদ্ভিদের ধারণা পেলে তারা সংরক্ষণে উদ্যোগী হবেন। বন্যরা বনে সুন্দর থাক। অরণ্য সম্পদ উজাড় যেনাে না হয়। মানুষের কল্যাণের জন্যই স্রষ্টার সৃষ্টি প্রাকৃতিক পরিবেশ। প্রকৃতির এক অপার সৃষ্টি বুনােফুল নিয়ে সুনিপুণ বর্ণনায় চিত্রিত করেছেন লেখক। বইটি প্রকৃতির প্রতি আকর্ষণ বাড়াবে। পবিত্র মন গড়তে পারে ফুল।