ডােপামিন এর মাধ্যমে ইউফোরিয়া তৈরি করে হিপনােটিজম চালাচ্ছিলাে একদল দুবৃত্ত। তাদেরকে ধরতে মরিয়া নিরাপত্তা পরিষদ। তখন নিরাপত্তা পরিষদকে সাহায্য করে এই গবেষকেরা। নিরাপত্তা পরিষদ গবেষকদের যে দল নেয় সেখানে মেঘা, আঁচল, নিঝুম, মার্গারেট, স্টেফানি, শুদ্ধ রয়েছে। অভির সুপারিশে আর মেঘার পরামর্শে এই টিম তৈরি হয়। ফলে যে যেখানে ব্যস্ত ছিলাে সেখান থেকে দ্রুত ফ্রি হয়ে মস্কোতে চলে গেল । অভিযানের জন্য বিভিন্ন জায়গায় গেলেও মস্কোর টিমের সাথে যােগাযােগ রেখে চললাে অভি। কারণ যেহেতু পুরাে প্রব্লেমটা হিপনােটিজম আর ডােপামিন বেজড, তাই অভিযানের পাশাপাশি যথাযথ তথ্যও সংগ্রহ করা গুরুত্বপূর্ণ ….