“বেলি কেডসের স্মৃতি” বইয়ের ফ্ল্যাপের লেখা:
এমন অনেক কারিকুরি আছে যা কারিকুরি বলে মনে হয় না; আর তাতেই তার মুন্সিয়ানা। গতি সহজ-সাবলীল। কিন্তু তলে তলে চোরা স্রোত, এমনকি বহুমুখী টান। … যদিও ওপর-ওপর খুবই সাদামাটা, তেমন বুদ্ধির কসরত নিজেকে। জাহির করে না, এবং সমস্যাও আমারে। দৈনন্দিন গ্রামীণ বাস্তবতায় অলীক মনে হয় না। তাই বলে কোথাও স্থূল নয়, গ্রাম্য নয়। রাজহাঁস যেন। নব্বইয়ের দশকের গল্পে ভূগােল প্রায়। অনুপস্থিত, কিন্তু ব্যতিক্রম প্রশান্ত মৃধা।… প্রশান্ত মৃধার ভূগােল তার মতাে দক্ষিণাঞ্চলের হলেও বিষয়বস্তু আর পরিপ্রেক্ষিত বদলে গেছে। অনিবার্যভাবেই। তিনি বিশেষ করে পর্যবেক্ষণ করেন দক্ষিণাঞ্চলের প্রান্তিক ও নিম্নমধ্যবিত্ত জনজীবন, যাদের প্রান্তিক অবস্থানের সঙ্গে। আবার ধর্মপরিচয় যুক্ত হয়ে প্রান্তিকতাকে আরও নিপীড়নােপযােগী করে ফেলে। এ ব্যাপারটি ঘটে কখনও সাধারণ জীবনযাপনের মধ্যে দিয়ে, কখনও রাজনৈতিকতার মধ্যে। দিয়ে। কখনও আবার ও দুটোই একই সঙ্গে মিলেমিশে থাকে।