১৭৮৭ সালের ১লা মে ময়মনসিংহ জেলায় জন্ম। ২৩০ বছরের পুরনো এই প্রশাসনিক অঞ্চল একদা উপমহাদেশের বৃহত্তম জেলার গৌরবমুকুটটি দীর্ঘকাল ধারণ করে এসেছে। প্রাগৈতিহাসিক কাল থেকে ৈএকদার অবিভক্ত বাংলার অন্যতম এ জেলা রাজনৈতিক পরিবর্তনশীলতার বাস্তবতায় বর্তমানে স্বাধীন বাংলাদেশের অন্যতম প্রাচীন জেলা হিসেবে পরিগণিত। এটিও সময়ের প্রয়োজনে কিশোরগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর- এই ক্ষুদ্র ৬টি জেলায় রূপলাভ করেছে। ভূপ্রকৃতি, ইতিহাস, সমাজ, রাজনীতি, সংস্কৃতিসহ সভ্যতাকেন্দ্রিক নানা অভিঘাতে বর্তমানের ছয় জেলাবিশিষ্ট এই বৃহত্তর ময়মনসিংহ জেলার রয়েছে সুর্দ রপ্ওরসারী গৌরবোজ্জ্বল ধারাবাহিকতা। এর রয়েছে অগণিত কীর্তিমান ও তাঁদের নানা নানা কীর্তিগাথা, যেসব এই জেলার অবয়ব-পরিচয় নির্মাণ করেছে। ৪৬০ কোটি বছর আগের পৃথিবী সৃষ্টির গৌঁড়া থেকে বর্তমান অবধি এই জেলার সংশ্লেষ-পরিচয়কে ধারণ করা হয়েছে অত্র ‘বৃহত্তর ময়মনসিংহের ইতিহাস’ গ্রন্থে। তাই শেকড়সন্ধানী পাঠক-গবেষকের অবশ্য পাঠ্য এই গ্রন্থ।