ক্যারিন সুটারের জন্ম ১৯৭১ সালের ৬ জানুয়ারি। আমেরিকান এই লেখিকা ২০০১ সালে ‘ব্লাইন্ডসাইটেড’ বইটির মাধ্যমে প্রথম আত্মপ্রকাশ করেন, বইটি রাতারাতি ৩০টি ভাষায় অনুদিত হয়, উঠে যায় ২০০১ সালের ক্রাইম রাইটারস অ্যাসােসিয়েশনের প্রথম শ্রেষ্ঠ রচনা। পুরস্কারের মনােনয়ন তালিকায়। এরপর। একে একে প্রকাশ হতে থাকে তার বই, আর সেগুলাে ঠাঁই করে নেয় পাঠকচিত্তে, খুব দ্রুত জনপ্রিয় একজন লেখক হয়ে। ওঠেন তিনি। এ পর্যন্ত ১৬টি উপন্যাস লিখেছেন তিনি, সারাবিশ্বে এখন পর্যন্ত তার বই বিক্রি হয়েছে ৩৫০ লাখেরও বেশি, অনুদিত হয়েছে ৩৬টি ভাষায়।