মানব কল্যাণের জন্য বিমানের জন্য। মানব সভ্যতার বিকাশে বিজ্ঞান সামান্য অবদান রেখেছে। বিজ্ঞান মানব জাতির জন্য হয়ে উঠেছে আশির্বাদস্বরূপ কিন্তু কিছু মানুষের অবিবেচকসুলভ কর্মকাণ্ডের জন্য বিজ্ঞান আশির্বাদ না হয়ে অভিশাপ হয়ে দেখা দিয়েছে। যার ফলে আমাদের এই পৃথিবী আর বাসযােগ্য থাকছে না, হয়ে উঠছে অনুর্বর মরুভূমি বা উত্তপ্ত গোলককুণ্ডের মতাে। তরুণ লেখক ফয়েজ আহমদ এর বিজ্ঞান কল্পকাহিনী পরিক্রমণ’-এ ভবিষ্যতের পৃথিবী কেমন হবে এবং মানুষের অবিবেচকসুলভ। কর্মকাণ্ডের জন্য আমাদের এই পৃথিবীর ধ্বংশ হয়ে যাওয়া ইত্যাদি বিষয়ের বিবরণ।