“অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান ও দ্য মিস্টেরিয়াস অ্যাফেয়ার্স অ্যাট স্টাইলস” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
অনেকেই বলেন, “অ্যাণ্ড দেন দেয়ার ওয়ান নান” ক্রিস্টির একটি মাস্টারপিস। ক্রিস্টি নিজেই স্বীকার করেছেন, তার অন্য বইগুলাের তুলনায় এই বইটি লিখতে সবচেয়ে বেশি খাটুনি করতে হয়েছিল তাকে। ৬ নভেম্বর ১৯৩৯ সালে যুক্তরাজ্যে কলিন্স ক্রাইম ক্লাব” প্রকাশনী থেকে “টেন লিটল নিগার্স” নামে বইটি সর্বপ্রথম প্রকাশিত হয়। আমেরিকায় ডিসেম্বর ১৯৩৯ এর আগে বইটি প্রকাশিত হয়নি। এবং সেখানে প্রথম প্রকাশের পর থেকে যতবার রিপ্রিন্ট ও অ্যাডাপ্টেশন হয়েছে, “অ্যাও দেন দেয়ার ওয়্যার নান” নামেই হয়েছে।
এখানে বইয়ের কাহিনি সম্পর্কে মন্তব্য করে অথবা বিশেষ কোনও চরিত্রের উপর আলােকপাত করে পাঠকের পড়ার-মজা কোনও অংশে কম করতে চাই না। শুধু বলি, এটি ক্রিস্টির সর্বাধিক বিক্রিত বই, এখন পর্যন্ত ১০০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে। শুধু তা-ই নয়, এটি পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রিত রহস্যোপন্যাস, এবং পৃথিবীর সর্বকালের সবচেয়ে বেশি বিক্রিত বইগুলাের মধ্যে একটি।
কাজেই, প্রিয় পাঠক, “অ্যাণ্ড দেয়ার ওয়্যার নান”-এর বেশিরভাগ ঘটনা যে-দ্বীপে ঘটেছে, সেই “সােলজার আইল্যাণ্ড”-এ আপনি আমন্ত্রিত।