“স্তালিন” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
পৃথিবীর নানা ভাষায় স্তালিনের জীবনী লেখা হয়েছে। সেই সব জীবনীতে অনেক ঘটনাবলিরই উল্লেখ নেই। কিন্তু হিন্দিতে স্তালিনের জীবনী লেখা হয়নি বললেই চলে। এমনিতে স্তালিনের ঐতিহাসিক জীবনী লেখা হয়নি, তাছাড়া ভবিষ্যৎ পৃথিবীর পথপ্রদর্শকের প্রতি শ্রদ্ধা জানানাে আমার এক উদ্দেশ্য। সেজন্যে আমি কলম তুলে নিয়েছি। আমি জানি, এ-জীবনীতেও ত্রুটি থেকে যাবে, যে ত্রুটি আমার ভাষায় লিখিত জীবনীতে সচরাচর দেখা যায়। তা হচ্ছে-ব্যক্তিগত জীবনের ঘটনা-সংগ্রহের স্বল্পতার জন্যে। আমি তার ব্যক্তিগত জীবনের তথ্য-সংগ্রহের চেষ্টা করছি ও কিন্তু সে তথ্য সংগ্রহের জন্যে অনিশ্চিত কাল বসে থাকা এবং এই গ্রন্থ প্রকাশে বিলম্ব ঘটুক তা আমি ঠিক মনে করিনি। আশা করছি, দ্বিতীয় সংস্করণে সে-সব তথ্য সংযােজিত করে পাঠকদের সমীপে উপস্থিত করতে পারব। স্তালিনের জীবনী শুধুমাত্র জ্ঞান বিকাশের একটা হাতিয়ারই নয় বরং জীবনের প্রতিটি পদক্ষেপে তা আলাের বর্তিকা স্বরূপও।
স্তালিনের জীবনী লেখার সময় আমার মনে হয়েছিল, হিন্দী ভাষাভাষী পাঠকদের জন্যে বিশ্বের মহান নির্মাণকর্তার যে জীবনী উপস্থিত করছি সেটি তাঁদের কাজে লাগবে।