“একাত্তরের যুদ্ধ ও জাতীয়তাবাদের পরীক্ষা” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
জাতীয়তাবাদের প্রশ্নটি আজকের দিনে খুবই জরুরি। বাঙালীদের জন্য তাে বটেই। কারণ জাতি প্রশ্নের মীমাংসা বাঙালী করতে পারে নি। ওদিকে দ্বিজাতিতত্ত্বের অস্ত্রাঘাতে বাংলা ভাগ হয়ে গেছে। পূর্ববঙ্গের মানুষকে চলে যেতে হয়েছে পাকিস্তান রাষ্ট্রের অধীনে। প্রয়ােজন হয়েছে স্বাধীনতা যুদ্ধের। সেই যুদ্ধে এক পক্ষে ছিল পাকিস্তানী জাতীয়তাবাদীরা, অন্যপক্ষে বাঙালী জাতীয়তাবাদীরা। বাঙালীদের মধ্যেও কেউ কেউ ছিল পাকিস্তানপন্থী। এ বইতে অবাঙালী (মূলতঃ পাঞ্জাবী), এবং বাঙালী পাকিস্তানপন্থীরা একাত্তরের যুদ্ধে কোন দৃষ্টিভঙ্গির প্রশ্রয় দিয়েছে ও কেমন আচরণ করেছে তার ওপর আলােকপাত করা হয়েছে। বইটি পড়লে পাঠকের কৌতূহল যেমন কিছুটা নিবৃত্ত হবে তেমনি আবার বাড়বেও। দু’টিই হবে উৎসাহবর্ধক প্রাপ্তি।