যে কোনও দেশের জনগােষ্ঠীর লােককথার প্রাণভােমরা ও লােকসমাজের সামাজিক জীবন এবং সমাজভাবনার পরিচয় পাওয়া যাবে লােককথার টাইপ ও মােটিফ ইনডেক্স পদ্ধতির বিশ্লেষণের মাধ্যমে। প্রতিটি জনগােষ্ঠীর লােককথার মেজাজ ও চরিত্র বিচার করলে দেখা যাবে, এক-একটি । লােককথা এক-একটি টাইপ বা বৈশিষ্ট্যে চিহ্নিত। আর প্রতিটি লােককথার এক বা একাধিক মূল বিষয় থাকে। এটিই হল মােটিফ। একটি লােককথার খণ্ড খণ্ড কাহিনি-অংশ সমগ্র কাহিনিকে অখণ্ড সূত্রে গড়ে তােলে। লােককথার কাঠামাে পরিবর্তিত কিংবা বিবর্তিত হলেও টাইপ ও মােটিফের স্বতন্ত্র অস্তিত্ব অক্ষুন্ন থাকে। এখানেই এই দুই পদ্ধতির বিশ্বজনীনতা। টাইপ ও মােটিফ পদ্ধতির মাধ্যমেই বিশ্বের সমস্ত লােকসমাজের মধ্যে মানসিক ও মানবিক সেতুবন্ধনের স্বরূপ উপলব্ধি করা যায়। এমন মানবিক পরম্পরা লােকসংস্কৃতির অন্য পদ্ধতিগুলির মধ্যে নেই। এই সংস্করণে আগের সংস্করণের চেয়ে ঊনসত্তরটি টাইপ ও দুই শতাধিক মােটিফ যুক্ত করা হয়েছে। বাংলা লােককথার টাইপ ও মােটিফের প্রতিনিধিত্বমূলক সংকলন এই গ্রন্থ।