বইয়ের ফ্ল্যাপের লেখা
এখন রবীন্দ্রনাথ কেউ পড়েন না। এই এখন। কখন ? ১৯২০-এর দশকেও যেমন শােনা যেত এমন কথা, ১৯৯০-এর দশকেও তেমন কথা। আধুনিক যুগে রবীন্দ্রনাথ অপ্রাসঙ্গিক। ‘আধুনিকোত্তর যুগে তাে বটেই। এই বক্তব্যের সারবত্তা আছে কি নেই। এই বিষয় নিয়ে কিছু আলােচনার সংকলন এই গ্রন্থ। নিত্যপ্রিয় ঘােষের রবীন্দ্রবিষয়ক গ্রন্থের সংকলন তিন খণ্ডে বেরিয়েছে, ২০১২-১৪ জানুয়ারিতে। সেই সময়ের পরের লেখা এই গ্রন্থে নেওয়া হয়েছে। তা ছাড়া নেওয়া হয়েছে পুরানাে কিছু রবীন্দ্রবিষয়ক রচনা, যেগুলাে আগে সংগ্রহ করা যায়নি।