“যদুনাথ সরকার রচনা সম্ভার” বইয়ের ফ্ল্যাপের লেখা:
নিখিলেশ-গুহ খ্যাতনামা ঐতিহাসিক। আঠারো দশকের শেষভাগে মহীশুর রাজ্য বিষয়ে তাঁর গবেষণা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে। ইংরিজিতে অনুবাদ করেছেন রামমোহনের ব্রহ্মসংগীত। স্বদেশী আন্দোলনের সময়ে বাংলায় শিবাজি উৎসবকে কেন্দ্র করে সখারাম গণেশ দেউস্করের রচনাগুলি উদ্ধার করে সম্পাদনা করেছেন সখারাম গণেশ দেউস্কর রচনাবলী প্রথম খন্ড; শিবাজী ; প্রকাশক, শ্রীঅরবিন্দ ভবন, কলকাতা। রজনারায়ণ পাল অধ্যাপক, ইতিহাস বিভাগ, কল্যাণী মহাবিদ্যালয়। রামানন্দ, চট্টোপাধ্যায় সম্পাদিত মডার্ন রিভিউ পত্রিকায় গান্ধী প্রসঙ্গ বিষয়ে গবেষণা করে বিশ্ববিদ্যালয়ের পি.এইচ.ডি. ডিগ্রি লাভ করেছেন। কলকাতায়। আঠারোশ সাতান্ন সালের মহাবিদ্রোহ জনিত পরিস্থিতির ওপর নতুন আলোকপাত করেছেন।