বাংলা কাব্যে পাশ্চাত্য প্রভাব

৳ 540.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
8176124885
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৩১২
সংস্কার 2nd Edition, 2009
দেশ ভারত

মিয়রঞ্জন সেন ও হরেন্দ্রমােহন দাশগুপ্তের ইংরিজি ভাষায় লেখা বাংলা সাহিত্যে পাশ্চাত্য প্রভাববিশ্লেষণের ঐতিহ্যসূত্রেই বাংলায় লেখা ‘বাংলা কাব্যে পাশ্চাত্য প্রভাব’ প্রভাববিশ্লেষণের ক্ষেত্রে বাংলা সমালােচনা সাহিত্যে গত চল্লিশ বছরের বেশি সময় ধরে ধ্রুপদী মর্যাদায় প্রতিষ্ঠিত। অনুবাদ-অনুসরণের পাশাপাশি প্রভাব যে কোনাে সময়ে স্রষ্টার মর্মে গিয়ে অনুরণন তােলে তা বলা খুবই কঠিন। যথাসম্ভব বাহ্যিক ও অন্তর্লীন প্রমাণ দিয়ে সমালােচক সেই কঠিন কাজটাই দুঃসাহসের সঙ্গে করেছেন। একই সঙ্গে তুলনামূলক ও অন্তদৃষ্টিময় এই আলােচনায় উনিশ শতকের পাশ্চাত্য সংস্কৃতির প্রাথমিক সংঘাত থেকে শুরু করে ঈশ্বর গুপ্ত, রঙ্গলাল, মাইকেল, হেম-নবীন, বিহারীলাল, সুরেন্দ্রনাথ। মজুমদার, দেবেন্দ্রনাথ সেন, অক্ষয়কুমার বড়াল, দ্বিজেন্দ্রলাল রায়, কামিনী রায়, রবীন্দ্রনাথ ও পরবর্তী কটি গােষ্ঠীর বহু সংস্কৃতিময় কাব্যরূপ-চেতনা আলােচিত হয়ে উঠেছে। প্রভাব তাে শুধু সাদৃশ্যে নেই, উত্তরণেই তার সার্থকতা, কিংবা হয়তাে অতিক্রমেই তরে স্বাতন্ত্র। এই গভীর সত্যটিই এই সুদীর্ঘ সংবেদনশীল আলােচনায় পরিস্ফুট হয়ে উঠেছে।

জন্ম : ১৯৩৬ সাল। ভবানীপুর, দক্ষিন কলকাতা। শিক্ষা : সেন্ট লরেন্স স্কুল, কলকাতা, সেন্ট জনস সি.এম.এস.স্কুল, কৃষ্ণনগর। কৃষ্ণনগর গভঃ কলেজ ও প্রেসিডেন্সি কলেজ। কর্মজীবন : উত্তরপাড়া প্যারীমোহন কলেজ থেকে ১৯৫৮ সালে। এরপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাভবনে কাটে ছ’বছর। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বত্রিশ বছর বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপনা করেছেন। একবছর বিশ্বভারতীর রেজিস্ট্রার ছিলেন এবং এশিয়াটিক সোসাইটিতে রবীন্দ্রনাথ ঠাকুর অধ্যাপক হিসেবে গবেষণা-পরিচালনা করেন। বেশ কয়েকবার রবীন্দ্র সাহিত্য সম্বন্ধে বক্তৃতার জন্যে আমেরিকায় নিমন্ত্রিত হ’য়ে গেছেন। জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফেলো ও নিখিল ভারতবঙ্গসাহিত্য সম্মেলনের (দক্ষিণ কলকাতা শাখা) সভাপতি ছিলেন। পুরস্কার : ধুর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার (১৯৭৯), তারাশঙ্কর স্মৃতি পদক (১৯৯০), নারায়ণ গঙ্গোপাধ্যায় স্মৃতি পুরস্কার (২০০২)। টেগোর রিসার্চ ইন্সটিটিউট থেকে রবীন্দ্র-তত্ত্বাচার্য উপাধি লাভ (২০০৫)। উল্লেখযোগ্য গ্রন্থ : বাংলা কাব্যে পাশ্চাত্য প্ৰভাব, সাহিত্য সমালোচনার রূপ-রীতি, করতলে নীলকান্তমণি, রবীন্দ্রনাথ : সৃষ্টির উজ্জ্বল স্রোতে, গল্প পাঠকের ডায়ারি ইত্যাদি।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ