“হাজারো কুইজের আসর : রসায়ন” বইয়ের ফ্ল্যাপের লেখা:
হাজারাে কুইজের আসর বিজ্ঞানবিষয়ক কুইজভিত্তিক গ্রন্থ। এই সিরিজের গ্রন্থগুলাে বিসিএস প্রিলিমিনারি, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক নিয়ােগ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের ভর্তি পরীক্ষা, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা, মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষা, ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা, ব্যাংকার্স রিক্রুটমেন্ট, শিক্ষক-প্রভাষক নিবন্ধন পরীক্ষাসহ শিক্ষার বিভিন্ন পর্যায়ের ছাত্রছাত্রীদের; জন্য প্রণীত হলেও সকল শ্রেণির পাঠকও এই সিরিজ পাঠে বিশেষভাবে উপকৃত হবেন বলে আশা করা যায়।
বর্তমান গ্রন্থটি হাজারাে কুইজ সিরিজের রসায়ন বিষয়ের উপর প্রণীত হয়েছে।