ছ দ্ম বে শী! হাসি মানে তো শুধুই পেটে কাতুকুতু খেয়ে হেসে কুটোপাটি নয়, হাসির অনেকরকম পোশাক হতে পারে। শিশু-কিশোরদের জন্য লেখা সঞ্জীব চট্টোপাধ্যায়ের এই পঁচিশটি হাসির গল্পে আমরা দেখব সেই নানান ধরনের পোশাক পরা অদ্ভুত চরিত্রদের, যাদের কাণ্ডকারখানায় হাসি চেপে রাখা দায়। বেশিরভাগ সময়েই তারা আমাদের পরিচিত মানুষদের ছদ্মবেশে আসে। পড়লে মনে হতেই পারে এ যেন ফেলে আসা কোনো সময়ের গল্প। মিথ্যে নয় তা। ফেলে আসা সময়ের হারিয়ে ফেলা মানবিক সম্পর্কগুলোর মধ্যেই তো গল্পের চারা ধীরে ধীরে বেড়ে ওঠে। বড়ো মামা, মেজো মামা, পিসি, কাকিমা_ওঁরাই তো আনমনে, ভুল করেই হয়তো-বা সঞ্জীবের গল্পের চরিত্র হয়ে ওঠেন। আমরা পড়ি ওঁদের কথা, পড়ে হসি আবার পড়তে পড়তেই কখন যে মনটা উদাস হয়ে যায় খেয়ালও রাখি না। চারপাশে কোথাও আর সেই যৌথ পরিবারের গমগমে পরিবেশ, রাশভারী বড়োরা আর তাঁদের প্রাণখোলা হাসি নেই! ভ্যা নি শ।