বইটির প্রথম ফ্লাপের কিছু কথাঃ
সাবর্ণভূমি থেকে চ্যুত হতে হতে | কিছু মানুষ আশ্রয় নিয়েছিল পাটলিপুত্রে, যেখানে এক অলৌকিক কুয়ােতলায় জলপানে অভিলাষী বিম্বিসার, বুদ্ধদেব এবং হয়তাে সম্রাট কাকবর্ণ। সেখানে ভদ্রলােক বাঙালির সামাজিক সীমানা শেষ। এক অবারিত প্রান্তিকতার সূত্রপাত। যে-কূপ বুজিয়ে ফেলার পরেও তার বৃত্তাকার দাগ রাখে বৈঠকখানায়। সেই বৃত্তের চারপাশে বৃত্তায়িত হতে থাকে এক যৌথ পরিবার। বিহারের অনভিজাত এক পল্লিতে বেড়ে উঠতে থাকে এক বালক, তার বিস্ময়, অভিমান, রক্তবন্ধন, বন্ধনহীনতা ও আরও অনেক রােদ-বৃষ্টির এক অনিঃশেষ আখ্যান এই গ্রন্থ যা কখনাে আত্মকথন, কখনাে-বা এক বিশেষ সময়ের খণ্ডপুরাণ, কখনাে ফোটোগ্রাফিক, কখনাে-বা দ্রুত সরিয়ে নেওয়া নেগেটিভ মালা— সব মিলিয়ে এই বই এক আশ্চর্য। পীড়নশৈলী, যা হয়তাে আহত করতে পারে পাঠকের গেরস্ত পাঠাভ্যাসকে, হয়তাে জন্ম দিতে পারে এক্কেবারে আনকোরা
পাঠকৃতির।