“অন্য জীবনের স্বাদ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
জহরের বাবা দীনেশ এক সময় শিক্ষকতা করে। দিন কাটাতেন। তখন শিক্ষকদের মাইনে ছিল। খুবই কম। অতএব, টানাটানির সংসারেই জহর বড় হয়ে উঠেছে। তার স্ত্রী শান্তাও আটপৌরে মহিলা। জহরের জীবন অফিস-নির্ভর। অফিস আর বাড়ি-এর বাইরে সে বিশেষ কোথাও যায় না। এমন একজন ঘরকুনাে মানুষের জীবনটা অকস্মাৎ বদলে যেতে শুরু করল। একদিন থিয়েটার রােডে বাবার মাসতুতাে ভাই প্রশান্ত বসু ও তাঁর স্ত্রী জুলির অ্যাপার্টমেন্টে এসে জহরের মনে হল, তার চোখের সামনে খুলে। যাচ্ছে অন্য এক জগতের দরজা। চেনা গণ্ডির বাইরে এই জগৎ তার কাছে সম্পূর্ণ অচেনা।
এই ফ্ল্যাটের বাসিন্দারা, এবং এখানে যারা পার্টিতে-নিমন্ত্রণে আসে-যায় তাদের সে কখনও এত কাছ থেকে দেখেনি। এক সাধারণ নিম্ন-মধ্যবিত্ত চাকুরিজীবীর চোখ দিয়ে ভিন্ন এক পৃথিবী, সেখানকার জীবন ও সমাজের ছবি। আঁকা হয়েছে এই আশ্চর্য উপাখ্যানে।