“রিটা হেওয়ার্থ অ্যান্ড শশাঙ্ক রিডেম্পশান” কাহিনী সংক্ষেপ:
জেলখানায় প্রবেশ করতইে যাবজ্জীবন কারাদন্ডে সাজাপ্রাপ্ত অ্যান্ডি ডুফ্রেইনের জীবনে নেমে এলো বিভীষিকা। দাগি আসামি হিসেবে একদমই বেমানান সে। তার সাথে পরিচয় ঘটলো আরেক সাজাপ্রাপ্ত আসামি রেডের। ঘটনাচক্রে জেলে বসেই কঠিন এক সত্য জানতে পারলো সে। অ্যান্ডির আশা একদিন মুক্ত মানুষ হয়ে নির্জন এক দ্বীপে কাটিয়ে দেবে বাকি জীবনটা। একই স্বপ্ন সে সঞ্চার করে দেয় প্রিয় বন্ধু রেডের মধ্যেও। কিন্তু দীর্ঘ সময় জেল খাটার পর অবশেষে অন্য অনেকের মতো আশা নামক শব্দটির উপর বিশ্বাস হারিয়ে হাল ছেড়ে দিয়েছিলো, নাকি চমকে দিয়েছিলো সবাইকে?
জীবন্ত কিংবদন্তি স্টিফেন কিং-এর অসাধারণ এই নভেলাটি পাঠককে সত্যি চমকে দেবে, সেই সাথে বিশ্বাস রাখতে তাগিদ দেবে ‘আশা’ নামক শব্দটির উপরে।