‘পুড্ন্হেড উইলসন’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ ১৮৩০ সালে মিসিসিপির তীরে গড়ে ওঠা ডসন ল্যান্ডিং শহরের ঘটনা। তখনকার মার্কিন সমাজে দাসপ্রথা কী নির্মম ছিল, সুযোগ পেলে এই দাস-দাসীরা কীভাবে প্রতিশোধ নিত, রক্সি চরিত্রটি তার জলজ্যান্ত প্রমাণ। ছেঁড়া কাঁথা থেকে তুলে রাজসিংহাসনে বসিয়ে দেওয়া সত্ত্বেও টম দ্রিস্কল নিজেকে সংশোধন করতে পারেনি, বংশগৌরব অক্ষুণ² রাখার অন্ধ মোহে তাকে প্রশ্রয় দিয়ে জজ দ্রিস্কল শেষ পর্যন্ত নিজের সর্বনাশই ডেকে আনলেন। ‘গুবরে’ উইলসন ছিলেন সবার অবহেলার পাত্র। তিনিই শেষ পর্যন্ত দুই ইতালীয় কাউন্টকে রক্ষা করলেন আর অপরাধী হিসেবে শনাক্ত করলেন চেম্বারকে। তাকে ভোলা যাবে না। ভোলা যাবে না চেম্বারের করুণ পরিণতির কথাও।