“নদীপাড়ের বিলুপ্তপ্রায় লোক ও কারুশিল্প” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
নদীপাড়ের বিলুপ্তপ্রায় লোক ও কারুশিল্প। লোক ও কারুশিল্পের ভুবনের অনন্য ও বৈচিত্র্যময় উপাদান কারুশিল্পীদের শিল্পকর্ম বাঙালির জীবনধারার হৃদস্পন্দন দেশের লোকশিল্প ও সংস্কৃতি। এর মাধ্যমে গ্রাম বাংলার জনমানুষের কর্মকুশলতা ও শিল্পনৈপুণ্য ফুটে ওঠে। নদীমাতৃক বাংলাদেশের নদীকে ঘিরে এক সময় গড়ে উঠেছিল কামার, কুমার, তাঁতি- জেলেদের শিল্প ও সংস্কৃতি। এখন এটি লুপ্তপ্রায়। নতুন প্রজন্মের কাছে এর পরিচিতি তুলে ধরতে নদীপাড়ের বিলুপ্তপ্রায় লোক ও কারুশিল্প গ্রন্থে আমাদের নদী অববাহিকায় গড়ে ওঠা সভ্যতা ও সংস্কৃতির উপাদান তথা লোক-ঐতিহ্য, লোক-সংস্কৃতি ও পরমপরাগত হাজার বছরের গৌরবগাথার বর্ণিল উপস্থাপন। প্রায় ১৮০০ টি প্রাচীনজনপদ ভাগ, ৭৭২ টি ছবি এবং নিবন্ধভুক্তির উল্লেখসমৃদ্ধ ৪৩৮ টি লোকউদ্ধৃতি নিয়ে এই গ্রন্থ এতে একাধারে লোকসাহিত্য, লোকশিল্প লোক-ঐতিহ্য, প্রত্নতত্ত্ব, ইতিহাস, অর্থনীতি এবং বাঙালির প্রাণের সমাজ সংস্কৃতির পর্যালোচিত সমীক্ষণ।