রবীন্দ্র-পরবর্তী বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ বহুমুখী প্রতিভার নাম সুনীল গঙ্গোপাধ্যায়। কবিতা তাঁর প্রথম প্রেম হলেও, সুনীলের গদ্যরচনা একমাত্র মহাসমুদ্রের সঙ্গেই তুলনীয়। কারণ তা অন্তহীন, অনিঃশেষ, বাংলা সাহিত্যের পরিসরকে নিজের বিপুলায়তন নিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। নানা ধরণের গদ্য লিখেছেন সুনীল। গল্প, উপন্যাস, ভ্রমণ, রম্যরচনা, আত্মজীবনী ইত্যাদি ছাড়াও তার নানা বিষয়ে লেখা প্রবন্ধ-নিবন্ধ-ফিচারের সংখ্যাও প্রচুর। পাঠক হিসাবেও তিনি বিশ্ব-পর্যটক। দেশবিদেশের গদ্যগ্রন্থ পাঠ করেছেন তিনি। বাংলা গদ্যগ্রন্থগুলি সম্পর্কে বিভিন্ন সময়ে নিজের মতামত জানিয়েছেন। গদ্যসাহিত্য নিয়ে অবিরাম ভাবনাচিন্তা করে গেছেন। এবং প্রতিটি ক্ষেত্রেই মৌলিকতায়, ঝুঁকি নেওয়ার সাহসে এবং উদ্ভাবনী ক্ষমতায় তিনি চমকে দিয়েছেন সবাইকে। ভাবনাচিন্তার ক্ষেত্রে নতুন নতুন দিগন্ত খুলে দিয়েছেন। সুনীলের রচনা পাঠ করলে তাই বহুবার পড়া কোনও গ্রন্থ বা গ্রন্থকার সম্পর্কেও নতুন করে কৌহুল জেগে ওঠে। সম্পূর্ণ অপ্রত্যাশিত দৃষ্টিকোণ থেকে তাদের পুনরাবিষ্কার করার আনন্দ পাওয়া যায়। সুনীলের সারা জীবনের গদ্যসাহিত্য পাঠের অভিজ্ঞতা এই প্রথম দুই মলাটের মধ্যে ধরে রাখার চেষ্টা হলাে। দেশবিদেশের গদ্যসাহিত্য সম্পর্কেযুগপৎ এটি একটি ধ্রুপদী ও আভা-গার্দ পাঠ-অভিজ্ঞতার জন্ম দেবে, এই বিশ্বসেই এই গ্রন্থের পরিকল্পনা।