“ভূতের মায়ের টেলিফোন” বইয়ের ফ্ল্যাপের লেখা:
ভূত আছে কি নেই তা নিয়ে যুক্তিতর্ক চলে অনেক। কেউ বলে, ভূতের ভয় মনে মনে, ভূত যে আছে কে না জানে! আবার অতিসাহসী গােছের কেউ বলে, ভূত! ফুঃ! সব বানানাে গপ্পো । ঘুটঘুটে অন্ধকারে বটগাছ, শেওড়াগাছ বা শ্মশানের পাশ । দিয়ে যাওয়ার সময় বুকটা খানিক ছ্যাৎ করে ওঠে! ওই হল ভূত। অপঘাতে কেউ মরলে নাকি ভূত হয়। আবার ভূতের বউ পেতনি! ভূত বলে কি ওদের বিয়ে করতে নেই! ব্যাঙের যদি বিয়ে হতে পারে, ভূতেরও হবে। আরাে আছে বাচ্চাভূত, লাল-নীল ভূত, ভূতের মিষ্টি চুরি, মাঝরাতের পিয়ানাে ভূত। সব রকমের ভূতের দেখা পাবে এই বইটিতে।