ইংরেজিতে বলে, well begun is half done (ওয়েল বিগান ইজ হাক্ ভান । মানে, কোন কাজ”ভালভাবে আরম্ভ করলে ভাবা যেতে পারে যে অর্ধেকটা এগিয়ে থাকল।
সুতরাং আপনি মনে করুন এই কোর্সটা ৬০ মাইলের যাত্রা। এই দূরত্ব আপনাকে আমাদের সাথে পায়ে হেঁটে অতিক্রম করতে হবে। এর জন্য কিন্তু আপনাকেই সচেষ্ট হতে হবে।
এটা মনে করবেন না যে, এই বইটা হাতে আসার সাথে সাথেই ইংরেজি পড়তে ও বলতে শিখে যাবেন আর আপনাকে আমরা সাফল্যের চরম শিখরে পৌছে দেব। অবশ্য এতে কোনই সন্দেহ নেই যে, আপনি আমাদের নির্দেশত চললে নিশ্চয়ই সাফল্য লাভ করবেন। তবে এর জন্য আপনাকে
* [1] সর্বপ্রথম সংকল্প করতে হবে।
* [2]. সেই সংকল্পকে সার্থক করতে সচেষ্ট হতে হবে, এবং
* [3] এই সাধনা নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে হবে।