“তিতাস একটি নদীর নাম” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
বাংলাসাহিত্যে অদ্বৈত মল্লবর্মণ (১৯১৪-১৯৫১) একটি অনন্য নাম । বাংলা উপন্যাসের একজন অনন্য কথাশিল্পীও তিনি। নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতাই তাঁর সৃষ্টির মূল বিষয়। গােকর্ণঘাটের তিতাস নদীর পারে যেখানে তিনি জন্মেছিলেন সেই মালােপাড়াই তাঁর তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের মূল পটভূমি। লেখক তাঁর শিল্পীসত্ত্বার বিকাশ ঘটাতে গিয়ে নিজস্ব জগতের এক গভীর ও মর্মস্পর্শী অভিব্যক্তি উপন্যাসটির প্রতি পরতে পরতে লক্ষ্য করা যায়। কাহিনি লিপিবদ্ধ করার জন্য নয় মালােজীবনের গভীর ও করুণ ব্যথা ও বেদনার সুর এ-উপন্যাস ঘিরে রয়েছে। উপন্যাসের পটভূমির সভ্যতা ব্যতিরেকেও মালােসমাজের অভ্যন্তরীণ মানুষের আবিষ্কার, পরিবেশগত ঘনিষ্ঠতা, সামাজিক-সাংস্কৃতিক জীবনের নানামাত্রিক রূপায়ণ পরিলক্ষিত হয়েছে এ-উপন্যাসে।। ‘তিতাস একটি নদীর নাম’ অদ্বৈত মল্লবর্মণ রচিত বিখ্যাত উপন্যাস। এই একটি উপন্যাস লিখেই লেখক খ্যাতি অর্জন করেন। এই উপন্যাসে গ্রামের দরিদ্র মালােশ্রেণীর লােকজনের দুঃখ-দুর্দশার কাহিনি ফুটিয়ে তুলেছেন তাঁর সুনিপুণ লেখনীশৈলীতে।