“লিটল ওম্যান” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
ঊনবিংশ শতাব্দীর গৃহযুদ্ধ-বিধ্বস্ত আমেরিকার একটি সংস্কৃতিবান মধ্যবিত্ত পরিবারকে কেন্দ্র করে এ কাহিনির ভিত্তিভূমি রচিত হয়েছে। এ পরিবারের আবেগ-চঞ্চলা চারটি কিশােরী মেয়ের স্বপ্ন-কামনা, দুঃখ-বেদনা আর কল্যাণবােধে অনুরণিত এক জীবন-জিজ্ঞাসায় বিমূর্ত হয়ে উঠেছে এ কাহিনির প্রতিটি অধ্যায়ে। কিন্তু ব্যক্তি-চরিত্র হিসেবে তাদের। স্বতন্ত্র মন আর স্বতন্ত্র আবেগ-অনুভূতির স্পর্শ সর্বত্র সুস্পষ্ট ছাপ রাখলেও একটি পথনির্দেশক আলােক-স্তম্ভকে অবলম্বন। করেই তারা পাশাপাশি গড়ে উঠেছে এবং তাদের মধ্যে। জীবন-চেতনা প্রশাখা বিস্তার করেছে। এ কেন্দ্র-চরিত্র হচ্ছে, তাদের মা—আর সেই সঙ্গে তাদের সহযাত্রী, বন্ধু ও দিশারী । পুরুষ চরিত্রগুলােও একই সঙ্গে স্ব-মহিমায় উজ্জ্বল হয়ে উঠেছে। মােট কথা, সবদিক থেকে এটি একটি অনন্য জীবনকথা।
আমেরিকার নারী-সমাজে লিটল উইমেনের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমাদের দেশে এ ধরনের আদর্শ পারিবারিক উপন্যাস নেই বললেই চলে। আমাদের সকল শ্রেণির পাঠকের—বিশেষ করে মেয়েদের পক্ষে অবশ্য-সংগ্রহযােগ্য বইয়ের মধ্যে এ বইটি নিঃসন্দেহে অগ্রগণ্য হবে বলে আমাদের বিশ্বাস। তাছাড়া, সাহিত্যিক মূল্যের দিক থেকে ‘ লিল উইমেনের এ অনুবাদ-সংস্করণ নিশ্চিতভাবে আমাদে সাহিত্যকে সমৃদ্ধ করবে ।