“১৯৯২” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
লেনিনের মূর্তিতে পরানাে হয়েছে ফাসির রজ্জ্ব। দিকে দিকে বিজয়ী পুঁজিবাদের দাম্ভিক ঘােষণা। ‘ক্যাপিটালিজম ইজ দি এন্ড অফ হিস্টরি। অসাম্য থাকবে, অশিক্ষা-বাস্তুহীনতা থাকবে। পতিতাবৃত্তি থাকবে। সুকুমার সব বৃত্তি হবে পণ্য। সব মানুষের অধিকার থাকবে না মানুষ হয়ে ওঠার ।
বিপ্লবপ্রত্যাশী প্রান্তকর্মী মনা মাস্টার, ফরহাদরা পথ খুঁজতে দ্বারস্থ হয় কেন্দ্র-তাত্ত্বিক-নেতাদের। আর সবিস্ময়ে আবিস্কার করে‘পথ প্রদর্শকরাই মেতেছে পথ ভােলানাের ষড়যন্ত্রে,। প্রিয় নেতারা পরিধান করেছে বিশ্বাসহন্তার পােশাক, তাদের মুখ থেকে সরে গেছে পুতুল নাচের মুখােশ।’
ক্ষত-বিক্ষত সেই গ্লানিবর্ষের নাম- ১৯৯২।
আবার ধ্বংসস্তুপের মধ্যে কিছু মানুষের অটল দাঁড়িয়ে থাকার নামও ১৯৯২।