ব্যক্তিজীবনে সাফল্য ও সম্মান অর্জনের অন্যতম উপায় হল কাজ। জীবনের সর্বোচ্চ শিখরে আরােহণ করতে, সম্মান ও খ্যাতির মালিক হতে আমাদের প্রত্যেকের প্রত্যাশিত কাজ দরকার । মানব জীবনের সকল উন্নতির উপায় ও ব্যক্তিগত গুণাবলির শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য অবশ্যই কাজ আমাদের প্রধান সােপান। প্রত্যেকের জীবনের একটা সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য থাকা চাই । কারাে ব্যক্তিগত এবং পেশাগত লক্ষ্য নির্ধারণ করাই তার সফলতার ক্ষেত্র তৈরির প্রথম পদক্ষেপ। আমরা যখন কোন কাজে হাত দিই শুরু থেকেই তার একটা মাপকাঠি নির্ধারণ অতীব জরুরি হয়ে পড়ে। আমরা কতটুকু কাজ করছি এবং ফলাফল কি হতে যাচ্ছে- এটা মনােযাগ দিয়ে পর্যবেক্ষণ করলে সত্যিই আমরা সহজেই এর চূড়ান্ত লক্ষ্যে পৌছতে পারব। আর এই লক্ষ্যসিদ্ধির জন্য সফলভাবে ও দক্ষতার সাথে কর্মসম্পাদনই আমাদের সাফল্যের অন্যতম সহায়ক। এ গ্রন্থের প্রেরণাদায়ী বাক্য ও বাস্তবধর্মী শিক্ষা আপনাকে সাফল্যের শীর্ষে আরােহণে অসীম শক্তির যােগান দেবে বলে আমার বিশ্বাস।