১৯২৩ সন থেকে ১৯৭১ সন পর্যন্ত প্রায়। অর্ধশতাব্দীকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনপ্রিয়। এবং ক্ষমতাধারী ব্যক্তিগণ, নেতৃবৃন্দ ও দলগুলির। মাধ্যমে যে সব রাজনৈতিক প্রস্তাবনা উত্থাপন। করা হয়েছিল এবং যে সব রাজনৈতিক প্রস্তাবনার। উপর ভিত্তি করে বাঙালি জেগে উঠেছিল সেসব। বিষয়ের একটি সংক্ষিপ্ত আলােচনা এই গ্রন্থে। উপস্থাপন করা হয়েছে। মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে। সে বিষয়গুলির সাথে পরিচয় করানাে। এই আলােচনার সুবাদে পঞ্চাশের ও ষাটের দশকে বাঙালির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির সারমর্ম। উদ্ধার করার চেষ্টা করেছি। আমরা জানি ষাটের দশক বাঙালি জাতির সােনালি দশক। আজকের। বাংলাদেশে তরুণদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হলাে। তাদের মঞ্চ অরাজনৈতিক হতে পারে না। সেই। সাথে তাদের আর একটি প্রশ্ন হলাে, তারা। অবশ্যই জানেন, বাঙালি স্বাধীনতা এনেছে। বাংলাদেশের এবং বাঙালির একটি সামাজিক। ন্যায় এবং সমৃদ্ধিপূর্ণ সমাজব্যবস্থার জন্য। সে সমাজ হতে পারে জাতীয় এবং সমাজতান্ত্রিক। তবে এটা স্মরণ করা যেতে পারে যে, পঞ্চাশের ও। ষাটের দশকে আওয়ামী লীগ ও ন্যাশনাল। আওয়ামী পার্টি এবং সংগ্রামী ছাত্রসমাজ। সমাজতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচী দেয়নি, তেমন। কোনাে দল এগুলি ছিল না এবং তেমন দল না। হওয়ার পরিপ্রেক্ষিতে তেমন কোনাে কর্মসূচী। সফল করা তাদের পক্ষে সম্ভব হয়নি। তবে, পঞ্চাশের ও ষাটের দশকে বাঙালির মধ্যে। সমাজতন্ত্রের জন্য তা ছিল যাকে মূলধন করে। রাজনৈতিক উত্থান ঘটেনি সত্য কিন্তু মুক্তিযুদ্ধের। ভেতরে সে স্বপ্ন একেবারে লালিত হয়নি একথা। হয়তাে বলা যাবে না। আজকে আধুনিক ধনবাদী