স্বর্ণ ও রৌপ্য মুদ্রা

৳ 80.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
978-984-4-33-4327-7
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৪০
সংস্কার 3rd Edition, 2022
দেশ বাংলাদেশ

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ قَالَ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي مَرْيَمَ قَالَ … سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَنْفَعُ فِيهِ إِلَّا الدِّينَارُ وَالدِّرْهَمُ আবু বকর ইবনে আবি মরিয়ম থেকে বর্ণিত, তিনি আল্লাহর নবি (ﷺ)-কে বলতে শুনেছেন: “নিশ্চিতভাবে মানবজাতির উপর শীঘ্রই এমন একটা সময় আসবে, যখন দিনার (স্বর্ণমুদ্রা) ও দিরহাম (রৌপ্যমুদ্রা) ছাড়া ব্যবহার করার মতো কোনো কিছুই আর থাকবে না।” (মুসনাদ, আহমদ) কাগুজে মুদ্রা এবং অতি শীঘ্রই তার স্থান দখলকারী ইলেকট্রনিক মুদ্রা ব্যবস্থাসহ বর্তমান দুনিয়া জুড়ে যে প্রতারণাময় মুদ্রাব্যবস্থা প্রতিষ্ঠিত রয়েছে, এই হাদিসে স্পষ্টভাবে সেটার পতনের দিকে ইশারা করা হয়েছে। কুরআন ও হাদিস ব্যবহার করে বর্তমান মুদ্রাব্যবস্থা এবং তাতে যে ধরনের প্রতারণা লুকিয়ে আছে, তা অত্যন্ত সুচারুভাবে এই গ্রন্থে তুলে ধরা হয়েছে, যা সত্যই চোখে আঙ্গুল দিয়ে দেখানোর মতো।

ইমরান নযর হোসেন। ক্যারিবিও দ্বীপপুঞ্জের ত্রিনিদাদে জন্মগ্রহণ করেন ১৯৪২ সালে। আলিমিয়া ইসলামিক ইনস্টিটিউট (করাচি) থেকে স্নাতক সম্পন্ন করেন এবং পাশাপাশি করাচি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজ, আল-আযহার সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। উচ্চশিক্ষা সম্পন্ন করেন সুইজারল্যান্ডের Graduate Institute of International Relations থেকে।
দায়িত্ব পালন করেন করাচির আলিমিয়া ইসলামিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল হিসেবে, ছিলেন করাচির World Muslim Congress-এর রিসার্চ ডাইরেক্টর এবং মিয়ামির Islamic Institute for Education and Research-এর ডাইরেক্টরও। এছাড়াও তিনি ত্রিনিদাদ এন্ড টোবাগোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিক হিসেবেও দায়িত্ব পালন করেন।
ইসলাম, সমকালীন রাজনীতি, অর্থনীতি, সামাজিক বাস্তবতা এবং সর্বোপরি আধুনিক যুগের বাস্তবতা তুলে ধরতে তিনি সত্যিই অনবদ্য। তাঁর গ্রন্থের বিষয়বস্তু বর্তমানে বাস্তবে সত্যে পরিণত হচ্ছে এবং প্রতিনিয়ত তাঁর বক্তব্যকে সত্যায়িত করে চলছে, যা সত্যই তাঁর আধ্যাত্মিক উচ্চতার পরিচয় বহন করে। Jerusalem in the Quran- An Islamic View of the Destiny of Jerusalem তাঁর আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ