“গিগাবাইট দৈত্য” বইটির ফ্ল্যাপ-এর লেখাঃ
ইতু ইন্টারনেট ব্রাউজিং করছে। হঠাৎ একটি লিঙ্ক তার চোখে পড়ল। সেটিতে ক্লিক করতেই ল্যাপটপের সামনে ধোয়া কুণ্ডলি পাকানাে শুরু করল! একটু পরই ইতুর সামনে হাজির হলাে বড় মানুষের সমান লম্বা এক দৈত্য! ইতু মােটেই অবাক হলাে না; বরং দৈত্যকে দেখে মনে হচ্ছে সে-ই অবাক হয়েছে! দৈত্য বলল, ‘ধন্যবাদ’। চিপা গলির মতাে এই চিপা কম্পিউটারের মধ্যে থাকতে খুব প্রবলেম হয়! তােমার হার্ডডিস্কের সাইজ মাত্র চল্লিশ গিগাবাইট! এ যুগে এত কম সাইজের হার্ডডিস্ক কেউ ব্যবহার করে?’ আসিফ মেহ্দীর গল্পগুলােতে একদিকে যেমন আছে হাস্যরস; অন্যদিকে তেমনি সামাজিক অসঙ্গতিগুলােও সূক্ষ্মভাবে ফুটিয়ে তােলা হয়েছে। বইয়ের চমৎকার গল্পগুলাে তােমাদের শুধু অনাবিল আনন্দ দেবে, তা নয়; জীবন ও দেশ নিয়ে তােমরা আরেকবার গভীরভাবে ভাবার তাগিদও অনুভব করবে।