“উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায় নির্দেশনা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
‘উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায় নির্দেশনা’ গ্রন্থটিকে একজন ব্যক্তির সাধারণ ব্যবসায়ী থেকে দেশের শীর্ষস্থানীয় বহুমাত্রিক শিল্পোদ্যোক্তা হিসেবে বেড়ে ওঠার পথপরিক্রমার সার-সংক্ষেপ বলা যায়। বইটির লেখক ড. মােঃ সবুর খান ব্যবসায় শিক্ষা বিষয়ের কোনাে একাডেমিক লােক নন। তিনি একজন স্বনির্মিত (Self-made) কিংবদন্তী ব্যবসায়ী। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য তাঁর গভীর আবেগানুভূতি ও দেশপ্রেমের এক অসাধারণ সংমিশ্রণ ঘটেছে এ বইটিতে। তার অধ্যবসায়, সততা, একাগ্রতা এবং স্বভাবজাত বিচক্ষণতা তাকে ব্যবসায়িক সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছার পথ করে দিয়েছে। বইটিতে ড. সবুর খান ব্যবসায় উদ্যোগের ধারণা ও তত্ত্বের বর্ণনা দিয়েছেন তার নিজস্ব অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণের আলােকে। ব্যবসায় শুরুর পর একজন উদ্যোক্তাকে যেসব কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণ করতে হয়, তিনি কী কী চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হতে পারেন, লেখক তা যেমন স্পষ্ট করেছেন, তেমনি সে সকল বাধা কীভাবে অপসারণ ও অতিক্রম করা যাবে, তাও বলে দিয়েছেন অর্জিত অভিজ্ঞতা থেকে। সুতরাং, উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায় নির্দেশনা গ্রন্থটি ড. সবুর খানের ব্যবসায় জগতে কাক্ষিত লক্ষ্যে পৌছানাের এক সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক পথ-নির্দেশনা। উদ্যোক্তার জন্য আধুনিক তত্ত্ব ও তথ্যের ঘাটতি নেই বইটিতে। বরং সফল উদ্যোক্তা হওয়ার জন্য যাদের অভিলাষ এবং উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, তাদের জন্য এটি একটি হ্যান্ডবুক।