“হে আমার যুবক ভাই” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
যুবকদের বলা হয় জাতির ভবিষ্যত। কারণ তাদের স্কন্ধেই অর্পিত হয় প্রত্যেক জাতির আগামীর পথ-পরিচালনার গুরুদায়িত্ব। সেজন্যই যৌবনের বিপদসঙ্কুল কণ্টকাকীর্ণ উত্তালময় দিনগুলােতে যাতে যুবকরা সঠিক পথে বহাল থাকতে পারে সেজন্য প্রবীণদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য হচ্ছে তাদের দিকনির্দেশনা প্রদান করা। অন্ধকারাচ্ছন্ন পথে। মশাল হাতে তাদের পথ চিনিয়ে নিয়ে যাওয়া। সিরিয়ান কথাসাহিত্যিক আলী তানতাবি রাহ. ঠিক এই কাজটিই করেছেন তার কোন এক সেমিনারে প্রদত্ত একটি ভাষণে। পরবর্তীতে তাঁর সম্পাদনায় সেই ভাষণটির লিখিত রূপ প্রকাশিত হয়। যার নাম দেওয়া হয় ‘আলমাসালুল আলা লিশশাব্বিল মুসলিম’। যুবকদের উদ্দেশ্যে করে দেওয়া ভাষণটিতে তিনি অনেক উপকারী দিকনির্দেশনা পেশ করেছেন যুবসমাজের সামনে। হুদহুদ প্রকাশন সবসময়ই পাঠকের চাহিদাকে প্রাধান্য দিয়ে বই প্রকাশে মনােযােগী। সেই ধারাবাহিকতায় পাঠকের উপকারের প্রতি লক্ষ্য রেখেই এই বইটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।