“বঙ্গবন্ধুর বিপ্লবী চেতনা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার সুপরিকল্পিত সংগ্রামে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তারই অসাধারণ অবদানে বিশ্বের মানচিত্রে উন্নতশিরে দাঁড়িয়েছে বাঙালি জাতি। জাতিসত্তার স্বপ্নপুরুষ শেখ মুজিবের কালজয়ী কীর্তিকর্মকে কেন্দ্র করে কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, বুদ্ধিজীবী সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার সৃজনশীল মানুষের রয়েছে অনেক সৃষ্টি সম্ভার। তাদের শতত শ্রদ্ধায় বিনম্র সব নিবেদন। এ পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে রচিত হয়েছে দুই হাজারেরও অধিক গ্রন্থ, স্মারক গ্রন্থ, স্মরনিকা, এ্যালবাম, ইতিহাস ইত্যাদি। মহাকালের এ মহামানবকে নিয়ে রচিত দেশবরেণ্য প্রাবন্ধিকদের হৃদয় থেকে নিঃসৃত ঐতিহসিক প্রবন্ধের সমন্বয়ে আমার সম্পাদিত ‘বঙ্গবন্ধুর অসাধারণ কীর্তি’ গ্রন্থটি শেকড় সন্ধানী পাঠকদের কাছে সমাদৃত হবে দৃঢ় বিশ্বাস। এ গ্রন্থপাঠে গবেষকবৃন্দ পাবেন গবেষণার নির্ভরশীল তথ্যাদি এবং নতুন প্রজন্ম পাবে বিকৃত ইতিহাসের অভিশাপ থেকে মুক্তি।