“অনন্তের বাঁশি”
জগৎজুড়ে বাশি বাজে,মর্মের ভিতরে সেই সুর; কবি ডেন নিরন্তর সেই সরব নিঃশ্ব্দ সুরের সন্ধান করে চলেছেন নিচের মধ্যে, নিজের অন্তরে; এই আনন্দের সুর বেজে যায়, আমরা শুনতে পাই না সেই ধ্বনিহীন ধ্বনি, সেই শব্দহীন সংগীত সকল সুখদুঃখ, বেদনা ভুলিয়ে দেয়; সেই গানে প্রাণে এক পবিত্র শিহরণ জাগে,হৃদয়ে জেগে ওঠে যেন পরমের স্পর্শ।
মনে হয়, মানুষের সারাজীবন তারই অপেক্ষা, জেগে থাকা, পথ-চাওয়া। কবিতাগুলিতে মিশে আছে এই বেদনা, এই আর্তিল। কোন অনন্ত মাধুরীকে খুঁজে বেড়ান কবি, তার শেষ লক্ষ্য কি সমর্পণ, কেই জানে না।