কাহিনী সংক্ষেপ: বিকট শব্দে ঘুম ভেঙে যায় রাফির। শোনে উপরতলায় কে যেন কী হেঁচড়াচ্ছে। পরদিন সেই ফ্ল্যাটের কলিংবেল বাজাতেই আঁৎকে ওঠে রাফি। কারণ, কলিংবেলের স্বাভাবিক শব্দ নেই। শুধু কান্নার শব্দ। একদিন রাফি রেগে লাথি মারে উপরতলার দরজায়। এর পর থেকে তার পা অবশ হয়ে যেতে থাকে ব্যথায়। হাসপাতালে যায় চিকিৎসার জন্য। কিন্তু ডাক্তার কোনো সমস্যা পায় না। ফেরার পথে তার দেখা হয় রহস্যময় এক রিকশাওয়ালার সঙ্গে। একরাতে রাফির জানালার পাশে এসে দাঁড়ায় কেউ। তারপর… হঠাৎ একদিন এসে বাসায় ঢোকে রহস্যময় সেই রিকশাওয়ালা। কিন্তু কেন? এর আগে বাড়িওয়ালা শোনান উপরতলার ভয়ঙ্কর এক গল্প। কী সেই গল্প?