মানুষ সভ্যতাকে অলঙ্কৃত করে নাকি সভ্যতা মানুষকে? উত্তর জটিল। সময়ের পরিক্রমায় সভ্যতার ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়গুলো ভাস্বর থাকে না। মাঝামাঝি যে উত্তরটা আসে তা হলো অভিযোজন। পেছনে ফেলে আসা সভ্যতার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে চলমান প্রজন্মের কাছে অভিযোজন করতে উপস্থাপনশৈলীর মাধ্যমে একসুতোয় গাঁথার সাহস দেখাতে পেরেছেন শফিউদ্দিন তালুকদার। নিজে মাঠে নেমে গবেষণার মাঠ চষেন, ফসল ফলান। ইতিহাস সমাজ ও সংস্কৃতি তাঁর সেই গবেষণার ফসল। তিনি লুপ্ত হয়ে যাওয়া ক্ষুদ্র বিষয়গুলোকে খুঁজে বের করে বৃহৎমাণিক্যরূপে প্রকাশ করার দক্ষতা দেখিয়েছেন। প্রবন্ধগুলোতে অনুসন্ধিৎসু পাঠক খুঁজে ফিরবেন তার আশপাশ থেকে হারিয়ে যাওয়া সময়-সংস্কৃতিভাব ও সঠিক ইতিহাস। নতুন প্রজন্মের কাছে বইটি হবে গবেষণার পত্রপাঠ। বইটিতে বিষয় উপস্থাপন এতটাই চমৎকৃত যে, পাঠের সময় নিশ্বাস ফেলার ফুরসত মেলে না। গবেষণা মাঠের একজন পোক্ত গবেষক শফিউদ্দিন তালুকদারকে ধন্যবাদ।