যতীন সরকার বাংলাদেশের অগ্রণী চিন্তক। পঞ্চাশ বছরেরও অধিক কাল ধরে তাঁর ক্ষুরধার লেখনী এ দেশের শুভবুদ্ধিসম্পন্ন ব্যক্তি ও সংগঠনকে প্রাণিত করে এসেছে। মুক্তবুদ্ধির চড়াই-উতরাই এমনই এক প্রেরণাসঞ্চারী বই। বারোটি প্রবন্ধে সংকলিত এই বইয়ে লেখক মুক্তবুদ্ধি, ধর্ম ও ধর্মবিরোধিতার তাৎপর্য এবং অসাম্প্রদায়িক মানব ধর্ম সম্পর্কে অনন্যসাধারণ বিশ্লেষণ করেছেন দ্বান্দ্বিক বস্তুবাদের আলোকে। রবীন্দ্রনাথ ঠাকুরের আপ্তবাক্য ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’কে অভিনব দৃষ্টিকোণ থেকে তিনি ব্যাখ্যা করেছেন। শওকত ওসমান, হাসান আজিজুল হকের মতো কীর্তিমান কথাসাহিত্যিকের ওপর যেমন আলোকপাত করেছেন, তেমনি উপস্থাপন করেছেন অকালে ঝরেপড়া অমিত সম্ভাবনাময় কিশোর ত্বকীর জীবনদর্শনকেও। পণ্যভোগবাদের এ যুগে যথার্থ চিন্তাশীল ও প্রসাদগুণ সম্পন্ন প্রবন্ধসাহিত্য দুর্লভ হয়ে উঠেছে। শক্তিমান প্রাবন্ধিক যতীন সরকারের রচনা প্রবন্ধসাহিত্যের ক্ষীয়মাণ ধারায় অমূল্য সংযোজন। মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধির অনুসারী পাঠকমাত্রই তাঁর রচনা থেকে ইতিবাচক জীবনদর্শনের উপকরণ পাবেন। “দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে-তাদের প্রত্যেকের জন্য বাতিঘরের ভূমিকা পালন করবে মুক্তবুদ্ধির চড়াই-উতরাই।