“দ্য বডিগার্ড” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
প্রিয় পাঠক, আপনি যদি স্যর আর্থার কোনান ডয়েল, আগাথা ক্রিস্টি, রাফায়েল সাবাতিনি, এইচ. পি. লাভক্র্যাফট, নীল গেইম্যান, রবার্ট ব্লক, সাকি, লী চাইল্ড, হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যাণ্ডারসন, গী দ্য পাসা, এরিখ কেস্টনার, মিখাইল শলােকভ, জেমস হােল্ডিং, জেফরি আর্চার, টম ফ্যাবিয়ান, লরেন্স ব্লোক, জ্যাক রিচি প্রমুখ বিখ্যাত লেখকদের ভক্ত হয়ে থাকেন; তবে ‘দ্য বডিগার্ড’ বইটি আপনারই জন্য।