কাহিনী সংক্ষেপ: একরাতে অনিকের ঘরে ঢুকে পড়ে ভয়ঙ্কর এক খুনি। অনিক তার মুখ দেখার জন্য লাইট জ্বালাতে চাইলে সে তাকে গলা কেটে হত্যার হুমকি দেয়। তারপর… পুলিশ জেনে যায় অনিকের ঘরে খুনির প্রবেশের খবর। এরপর চলে অভিযান। কিন্তু খুনি ধরা পড়ে না। বরং খুন হয়ে যায় একটি পরিবারের সবাই। কার পরিবার এটি? এবার খুনির মূল টার্গেটে পরিণত হয় অনিক। সে পালিয়ে বেড়ায় এখানে ওখানে। শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে পারে কি? বিশেষ এক জোড়া জুতার সূত্র ধরে অভিযানে নামে পুলিশ। কিন্তু ছদ্মবেশী ঘাতকের সঙ্গে কী সম্পর্ক এই জুতার? কে এই ঘাতক? খুব কাছের কেউ কি?