“আমার ইলিয়াস” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
বাংলাদেশের সাহিত্য তাে বটে, সমগ্র বাংলা সাহিত্য, এমনকি বিশ্বসাহিত্যের প্রসঙ্গ নিয়ে কথা বলার সময় হাসান আজিজুল হক যে কয়জন লেখকের নাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে উচ্চারণ করেন তাঁদের মধ্যে। আখতারুজ্জামান ইলিয়াস একজন। ইলিয়াসকে নিয়ে এ পর্যন্ত তিনি পাঁচটি প্রবন্ধ লিখেছেন। ইলিয়াসের সঙ্গে হাসানের দীর্ঘকালের ব্যক্তিগত ঘনিষ্ঠতা এবং শিল্পসাহিত্য নিয়ে আরও অধিক জানার কৌতূহল থেকেই এই গ্রন্থের পরিকল্পনা। তার লেখা পাঁচটি প্রবন্ধ ও একটি দীর্ঘ আলাপচারিতা বা আড্ডা দিয়ে সাজানাে হয়েছে গ্রন্থটি।