সারসংক্ষেপ:
সাল ২০৪৪, বাস্তবতা যেখানে অনেক কঠিন। কিশোর ওয়েড ওয়াটসের কাছে “ওএসিস”-নামের ভার্চুয়াল ইউটোপিয়া হচ্ছে নতুন জীবন। এই ডিজিটাল জগতে অসাধারণ এক রহস্য সমাধানে ব্যস্ত ওয়েড, যা তৈরি করেছে ওএসিসের প্রতিষ্ঠাতা নিজে। বছরের পর বছর ধরে তৈরি করা ধাঁধার সমাধান করতে হলে, সাহায্য নিতে হবে ৮০-দশকের বিশাল পপ কালচার থেকে। যা সমুদ্র থেকে সুঁই খোঁজার মতো। আর এই ধাঁধার সমাধান করতে পারলে, পুরষ্কার হিসেবে থাকছে বিশাল সম্পদ সাথে অসীম ক্ষমতা। নিজের সবকিছু নিয়ে নেমে পড়ে ওয়েড, বেঁচে থাকতে হলে তাকে পুরষ্কার জিততে হবে—সাথে মুখোমুখি হতে হবে এমন এক বাস্তব দুনিয়ার, যার থেকে সাড়া জীবন পালিয়ে এসেছে।